Posts

Showing posts from April, 2020

করোনা ভাইরাস,বাংলাদেশ ও শিশুদের নিয়ে সাবধানে জীবন যাপন

Image
বর্তমান সময়ে সারা বিশ্বের ওপরে করোনা ভাইরাসে দ্বারা যে মহামারি চলেছে তা সত্যিই মনকে অস্থির করে তোলে। Clean yourself  তবে এই সময়ে ভয় পাওয়া বা হতাশ হবার মত কিছু না করে নিজের সৎসাহসটাকে কাজে লাগিয়ে পরিবার ও সজনদের সঠিক পরামর্শ দেয়া হবে বুদ্ধিমানের কাজ। বিশ্বের উপর যে মহামারি হচ্ছে তা সংখ্যায় গননা করতে গেলে আতকে উঠতে হয়। করোনা ভাইরাসের প্রভাব কিছু দিন আগেও বাংলাদেশ ছিল না কিন্তু বিশ্বের সমস্ত প্রভাবশালী দেশেই এই ভাইরাস মানুষের জনজীবনকে নাজেহাল করে তুলেছে। সমস্ত শক্তিশালী দেশগুলো আত্মসমর্পণ করছে এই কভিড-১৯ এর কাছে। এবারে বাংলাদেশের পালা, ক্রমে ক্রমে বাড়ছে সংখ্যা, হতাশ হচ্ছে বাঙ্গালী জাতি ও জনজীবন। যখন বেশ দূরে ছিল এই আশঙ্কার টানাপোরান, তখন আমাদের একটু সচেতনতার ঘাটতি ছিল, তাই না ছিলাম আমরা সচেতন, না ছিল সরকারের কঠর নজরদারি। বিদেশীদের সম্পর্কে সরকারের কঠর নজরদারি জনগনকে আরও সচেতন করত বলে আমি মনে করি। আবার আমরা যে সব্য জাতি ও সাধুতা আমাদের ভেতরে বিরাজ করে তা খুবই ভয়ংকর। আমাদের সুখে থাকতে ভূতে কিলায়। যাই হোক সবারই কিছু কিছু ভুলের কারনে আজ আমাদের খেশারত দিতেই হবে। তাই শক্ত হা...